দেশজুড়ে সকল নাগরিকেরই একটি সু-সচেতন, ভাল-জ্ঞাত সমাজ গঠনের লক্ষ্যে একযোগে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার, আসামের অগ্রদূত গ্রুপ অব প্রকাশনীর সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।
মোদী বলেন, “যেকোনো সমস্যার ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে সমাধান পাওয়া যায়। যখনই সংলাপ হয়, তখন একটি সমাধান থাকে। সংলাপের মাধ্যমেই সম্ভাবনা প্রসারিত হয়। আর এজন্যেই ভারতীয় গণতন্ত্রে জ্ঞানের প্রবাহের সাথে সাথে তথ্যের প্রবাহও অবিরাম প্রবাহিত হচ্ছে।”
এসময়, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম এবং উন্নয়ন যাত্রায় ভারতীয় ভাষা সাংবাদিকতার দারুন অবদানের কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “আসাম ভারতে ভাষা সাংবাদিকতার বিকাশে মুখ্য ভূমিকা পালন করেছে কারণ সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে রাজ্যটি একটি অত্যন্ত প্রাণবন্ত জায়গা ছিল।”
প্রধানমন্ত্রী মোদি দৈনিক অগ্রদূতকে অসমিয়া ভাষায় উত্তর-পূর্বের শক্তিশালী কণ্ঠস্বর এবং সাংবাদিকতার মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের আদর্শ রক্ষা করার জন্য প্রশংসা করেছেন।
এদিকে, আসাম সম্প্রতি বন্যার কারণে যে পরিস্থিতি মোকাবেলা করছে, তা নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। সিএম সরমা এবং তার দল ত্রাণ ও উদ্ধারের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক