সিঙ্গাপুরের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার, জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাবার পথে যাত্রা বিরতি করে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এবং প্রতিরক্ষা মন্ত্রী এনজি ইং হেনের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এসব বৈঠক শেষে এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। তিনি লিখেছেন, “সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এর সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে। আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর মতামত বিনিময় করেছি।”
অপর টুইটে প্রতিরক্ষা মন্ত্রী এনজি ইং লিখেছেন, “ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। ভারত এবং সিঙ্গাপুর ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী বন্ধু। অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের। তাই দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আলোচনা করেছি দুজনে।”
উল্লেখ্য, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত এবং সিঙ্গাপুরের। চলতি বছরে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করতে চলেছে দু দেশ। এছাড়া, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা রয়েছে দু পক্ষের। সম্প্রতি দেশটির সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক