০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে জয়শঙ্করের বৈঠক

কিছুদিন পূর্বেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ঘোষণা করেছেন দালাই লামাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কথা। এই আবহেই বৃহস্পতিবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক সারলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রক্ষণ্যম জয়শংকর।

এদিন ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বিদেশমন্ত্রীদের সম্মেলনে মুখোমুখি হন দুজনে। সেখানে ভারত-চীন সীমান্ত সমস্যা, দুদেশের মধ্যে বিমান চলাচল এবং চীনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এছাড়া বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রীর মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “বিদেশমন্ত্রী এস জয়শংকরের তরফে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সমস্যা সহ দুই দেশের বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধানের পক্ষে সওয়াল করা হয়েছে। বিভিন্ন বিতর্কিত অঞ্চলে হওয়া সমস্যার কথা উল্লেখ করে তিনি দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এই সমাধান প্রয়োজন বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী।”

এই বৈঠক প্রসঙ্গে টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শংকর নিজেও। তিনি লেখেন, “বালিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের মাধ্যমে দিনটা শুরু করলাম। সীমান্ত সমস্যা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। কথা বললাম পড়ুয়াদের সমস্যা সহ অন্যান্য বিষয়েও।”

শেষবার গত মার্চে ভারতে মুখোমুখি হয়েছিলেন জয়শংকর এবং ওয়াং। সেসময়, ভারত সফরে এসেছিলেন চীনের বিদেশমন্ত্রী। এদিনের বৈঠক নিয়ে জয়শংকর জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জি-২০ সংগঠনের উপর এর প্রভাব নিয়েও এদিন দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

এদিনের বৈঠকে চীনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে দুই বিদেশমন্ত্রীর মধ্য। করোনা পরবর্তী সময়ে এই পড়ুয়াদের দেশে ঢোকার ছাড়়পত্র দেয়নি চীন। ভারতের বিদেশমন্ত্রী টুইটে জানিয়েছেন, “পড়ুয়াদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ফেরানোর জন্য পদক্ষেপ করতে হবে।”

এদিনের বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই বিদেশমন্ত্রী কথা বলেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে। তাদের কথায়, ওয়াং ব্রিকস সামিটে বিভিন্ন বিষয়ে চীনকে সমর্থন করার জন্য ভারতকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি আসন্ন জি-২০ এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বুধবার দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের নজরে দালাই লামা একজন বিচ্ছিন্নতাবাদী। ফলে সাম্প্রতিক সংঘাতের আবহে বিদেশমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছিল ওয়াকিবহাল মহলে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে জয়শঙ্করের বৈঠক

প্রকাশ: ১২:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

কিছুদিন পূর্বেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ঘোষণা করেছেন দালাই লামাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কথা। এই আবহেই বৃহস্পতিবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক সারলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রক্ষণ্যম জয়শংকর।

এদিন ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বিদেশমন্ত্রীদের সম্মেলনে মুখোমুখি হন দুজনে। সেখানে ভারত-চীন সীমান্ত সমস্যা, দুদেশের মধ্যে বিমান চলাচল এবং চীনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এছাড়া বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রীর মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “বিদেশমন্ত্রী এস জয়শংকরের তরফে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সমস্যা সহ দুই দেশের বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধানের পক্ষে সওয়াল করা হয়েছে। বিভিন্ন বিতর্কিত অঞ্চলে হওয়া সমস্যার কথা উল্লেখ করে তিনি দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। গোটা এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এই সমাধান প্রয়োজন বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী।”

এই বৈঠক প্রসঙ্গে টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শংকর নিজেও। তিনি লেখেন, “বালিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের মাধ্যমে দিনটা শুরু করলাম। সীমান্ত সমস্যা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। কথা বললাম পড়ুয়াদের সমস্যা সহ অন্যান্য বিষয়েও।”

শেষবার গত মার্চে ভারতে মুখোমুখি হয়েছিলেন জয়শংকর এবং ওয়াং। সেসময়, ভারত সফরে এসেছিলেন চীনের বিদেশমন্ত্রী। এদিনের বৈঠক নিয়ে জয়শংকর জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জি-২০ সংগঠনের উপর এর প্রভাব নিয়েও এদিন দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

এদিনের বৈঠকে চীনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে দুই বিদেশমন্ত্রীর মধ্য। করোনা পরবর্তী সময়ে এই পড়ুয়াদের দেশে ঢোকার ছাড়়পত্র দেয়নি চীন। ভারতের বিদেশমন্ত্রী টুইটে জানিয়েছেন, “পড়ুয়াদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ফেরানোর জন্য পদক্ষেপ করতে হবে।”

এদিনের বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই বিদেশমন্ত্রী কথা বলেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে। তাদের কথায়, ওয়াং ব্রিকস সামিটে বিভিন্ন বিষয়ে চীনকে সমর্থন করার জন্য ভারতকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি আসন্ন জি-২০ এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বুধবার দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের নজরে দালাই লামা একজন বিচ্ছিন্নতাবাদী। ফলে সাম্প্রতিক সংঘাতের আবহে বিদেশমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছিল ওয়াকিবহাল মহলে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক