০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনেসকোর আইসিএইচ আঞ্চলিক কমিটিতে ভারত

ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে ২০২২-২০২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে ভারত। গতকাল বুধবার (৬ জুলাই) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইন্টার-গভর্নমেন্টাল কমিটি নির্বাচনে আগামী চার বছরের জন্য ভারত নির্বাচিত হয়। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ইউনেসকোর সদর দপ্তরে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে ইউনেসকো নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত ছাড়াও বাংলাদেশ, ভিয়েতনাম ও মালয়েশিয়া আগামী চার বছরের জন্য ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে নির্বাচিত হয়।

আইসিএইচের ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বীতা করে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ ৪-এর মধ্যে চারটি শূন্যপদে ভারত ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বীতা করে। এর আগে ওই ছয়টি দেশ ছাড়াও ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল; কিন্তু শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সময়ে ফ্রান্সে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তা ইউনেসকো কর্তৃপক্ষকে জাানানো হয়।

আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের ‘সেইফগার্ডিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ’ শীর্ষক ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে ভারত নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।

এছাড়া, ভারত ইতোমধ্যে ২০২১-২০২৫ মেয়াদে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ইউনেসকোর আইসিএইচ আঞ্চলিক কমিটিতে ভারত

প্রকাশ: ১২:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে ২০২২-২০২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে ভারত। গতকাল বুধবার (৬ জুলাই) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইন্টার-গভর্নমেন্টাল কমিটি নির্বাচনে আগামী চার বছরের জন্য ভারত নির্বাচিত হয়। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ইউনেসকোর সদর দপ্তরে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে ইউনেসকো নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত ছাড়াও বাংলাদেশ, ভিয়েতনাম ও মালয়েশিয়া আগামী চার বছরের জন্য ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে নির্বাচিত হয়।

আইসিএইচের ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বীতা করে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ ৪-এর মধ্যে চারটি শূন্যপদে ভারত ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বীতা করে। এর আগে ওই ছয়টি দেশ ছাড়াও ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল; কিন্তু শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সময়ে ফ্রান্সে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তা ইউনেসকো কর্তৃপক্ষকে জাানানো হয়।

আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের ‘সেইফগার্ডিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ’ শীর্ষক ইন্টার-গভর্নমেন্টাল কমিটিতে ভারত নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।

এছাড়া, ভারত ইতোমধ্যে ২০২১-২০২৫ মেয়াদে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক