বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
আফগানিস্তানকে আরও ৬ টন চিকিৎসা সামগ্রী ভারতের

আফগানিস্তানকে আরও ৬ টন চিকিৎসা সামগ্রী ভারতের

আফগানিস্তান

আবারও আফগানিস্তানে পৌছালো ভারতের মানবিক সাহায্য। বৃহস্পতিবার, ভূমিকম্প কবলিত আফগানিস্তানে ভারত ছয় টন প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের ৭ম ব্যাচ সরবরাহ করেছে। কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এই প্রয়োজনীয় জিনিসগুলো।

জানা গিয়েছে, আফগান জনগণকে সহায়তা করার জন্য জাতিসংঘের করা জরুরি আবেদনের প্রেক্ষিতে ভারত এখন পর্যন্ত সাতটি ব্যাচে ২০ টন চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, টিবি-বিরোধী ওষুধের পাঁচ লক্ষ ডোজ, কোভিড ভ্যাকসিন ইত্যাদি। এই চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

আফগানিস্তানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ভারত ৩৫ হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে। এরই সঙ্গে সাম্প্রতিক মর্মান্তিক ভূমিকম্পের পরে ভারত, প্রথম দেশ হিসাবে, দুটি ত্রাণ ফ্লাইটে প্রায় ২৮ টন ভূমিকম্প ত্রাণ সহায়তা সরবরাহ করেছে।

এই ত্রাণ চালানগুলো হস্তান্তর করা হয়েছে রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স, রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak