ভারতের বিদেশ নীতির দৃষ্টিভঙ্গিতে আফ্রিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ভারত আফ্রিকাকে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছাড়ের ঋণ দিয়েছে।” মঙ্গলবার, ভারত-আফ্রিকা গ্রোথ পার্টনারশিপের ১৭ তম সিআইআই-এক্সিম ব্যাঙ্ক কনক্লেভের বিশেষ প্লেনারিতে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, “ভারত ৪৩ টি আফ্রিকান দেশে নিজের কূটনৈতিক পদচিহ্ন প্রসারিত করেছে।”
একই সময়ে, আফ্রিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২১-২২ সালে ৮৯.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলেও জানান তিনি। গতবছর এই বাণিজ্যের পরিমাণ ছিলো ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ২৫ বছরে দু দেশের মধ্যে প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বেড়েছে বলেও জানান তিনি।
জয়শঙ্কর বলেন, “ভারত আফ্রিকার শীর্ষ পাঁচটি বিনিয়োগকারীর মধ্যে একটি। আমাদের পররাষ্ট্র খাতে আফ্রিকা নীতির সিংহভাগ জুড়েই রয়েছে উন্নয়ন অংশীদারিত্ব ও একসাথে বিকাশ।”
এসময়, করোনা মহামারীতে আফ্রিকান দেশগুলোকে প্রদত্ত ভারতীয় সহায়তা ও টিকা পাঠানোর বিষয় নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, “আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা আনয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল পরিষেবা ও সবুজ বৃদ্ধিতে ভারত ব্যপকভাবে কাজ করে চলেছে।”
তিনি জানান, “কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য আফ্রিকার ৩২টি দেশ ভারত থেকে ১৫০ টন চিকিৎসা সহায়তা পেয়েছে। তাদের মধ্যে অনেকেই সরাসরি বা ভিন্ন পথে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন ব্যবহার করেছেন।”
আর তাই আফ্রিকা ও ভারতের সম্পর্কের এই চলমান উর্ধ্বমুখী গ্রাফ আরও এগিয়ে নেয়ার বিষয়ে আহবান জানান জয়শঙ্কর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক