আসন্ন আগস্টের শেষ নাগাদ ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম। বৃহস্পতিবার, যুক্তরাজ্যের সাথে শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
চুক্তি স্বাক্ষর স্থলে বিভিআর এর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্থায়ী সচিব জেমস বোলার।
ভারতীয় বাণিজ্য সচিব বলেন, “এফটিএ নিয়ে আমাদের আলোচনা চলছে। উভয় পক্ষের আভ্যন্তরীণ অনুমোদনের পর উভয় স্তরের শীর্ষ নেতৃবৃন্দ চুক্তি স্বাক্ষর করবেন। যুক্তরাজ্যে যে-ই ক্ষমতায় থাকুক না কেনো, ভারতের সাথে এফটিএ আলোচনা থামবে না।”
উল্লেখ্য, বর্তমানে নয়াদিল্লীতে ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার ৫ম দফার বৈঠক চলমান রয়েছে। গত বছর ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। চলতি দশকের শেষ নাগাদ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভূত উন্নতি ঘটানোর লক্ষ্য স্বরূপ “রোডম্যাপ-২০৩০” ঘোষণা করেছে দু দেশ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক