আন্দামান সাগরে যৌথ নৌ মহড়া করেছে ভারত এবং জাপান। গত ২৩ জুলাই, শনিবার, মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ নামের ওই মহড়ায় ভারতের পক্ষে অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুকন্যা এবং জেএস সামিদার। অন্যদিকে, জাপানের পক্ষে অংশ নেয় জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। পরবর্তীতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বন্ধন দৃঢ় করতে সামরিক সম্পর্ক আরও গভীর করছে ভারত ও জাপান। তারই ধারাবাহিকতায় সমুদ্র সহযোগিতা জোরদার করতে আন্দামান সাগরে যৌথ নৌ মহড়া করলো দেশ দুটো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারত এবং জাপানের নৌবাহিনী নিজেদের মধ্যে নিয়মিত ‘জিমেক্স’ এবং ‘মালাবার’ এর মতো যৌথ মহড়ায় অংশ নিয়ে থাকে। মূলত, ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিধানে এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে নিয়মিত যৌথ নৌ মহড়ায় অংশ নিয়ে থাকে ভারত ও জাপান।
কিছুদিন পূর্বেও মার্কিন মুল্লুকের মালাবার প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয় ভারত ও জাপানের নৌবাহিনী। এছাড়াও, ২০২১ সালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক মহড়ায় অংশ নেয় উভয় পক্ষ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক