ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সফরে ভারতে এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। ০১ আগস্ট, সোমবার, ভারতে এসে পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। তাঁকে নয়াদিল্লীর পালাম এয়ার ফোর্স স্টেশনে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব কুমার বলিয়ান এবং বিদেশ মন্ত্রকের (এমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে এক টুইটবার্তায় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং সামুদ্রিক প্রতিবেশীকে আন্তরিক স্বাগত! মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহর এই সফর ভারত ও মালদ্বীপের মধ্যে বহুমুখী অংশীদারিত্বকে আরও গতিশীল করবে।”
মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাষ্ট্রপতি সোলিহের ভারত সফর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ভারত এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই অংশীদারিত্বের ফলে সরকার কর্তৃক সূচিত কয়েকটি মূল প্রকল্প সম্পন্ন হয়েছে।”
জানা গিয়েছে, সফরকালে ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন সোলিহ। পাশাপাশি একাধিক ব্যবসায়ী বৈঠকে বসতে পারেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক