স্টার্ট-আপ ইকোসিস্টেম এবং ইউনিকর্নের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। শুক্রবার, ‘ডিএসটি স্টার্টআপ উৎসব’-এ মূল বক্তব্য প্রদান করার সময় তিনি এমন মন্তব্য করেন।
সিং বলেন, “সাম্প্রতিক পরিসংখ্যানের আলোকে দেখা যাচ্ছে ভারতে ১০৫ টি ইউনিকর্নের অস্তিত্ব রয়েছে, যার মধ্যে ৪৪ টি ২০২১ সালে এবং চলতি বছরে ১৯ টি এই মর্যাদা পায়। আশা করছি, চলতি দশকের শেষ নাগাদ ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, এবং উদ্ভাবন খাত অভূতপূর্ব উন্নতি দেখবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদীর অধীনে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মোট ব্যয় আর&ডি তিন গুণেরও বেশি বেড়েছে। সর্বশেষ তথ্যানুসারে, ভারতে ৫ লক্ষেরও বেশি আর&ডি কর্মী রয়েছে। গত আট বছরে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ৪০-৫০ শতাংশ।”
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, “বিগত আট বছরে বহির্মুখী আর&ডি-তে মহিলাদের সম্পৃক্ততা চারগুণ বেড়েছে এবং বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি প্রদত্ত সংখ্যার পরিপ্রেক্ষিতে ভারত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে তৃতীয় স্থানে রয়েছে।”
মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, “বৈশ্বিক শক্তি এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আন্তর্জাতিক ব্যস্ততা এবং নিয়ম প্রণয়নের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ভারত। মোদীজীর সরকারের অধীনে ভারত বৈশ্বিক মানদণ্ডে টিকে আছে।”
এসময়, ২০১৫ সালে মোদীর ডাক দেয়া স্টার্টআপ ইন্ডিয়ার উদ্বোধনী ভাষণের কথাও স্মরণ করেন তিনি। জিতেন্দ্র বলেন, “স্বাধীনতার ৭৫ বছরে আমরা ৭৫ হাজার স্টার্টআপের দেশে পরিণত হয়েছি। এটা আমাদের জন্য গর্বের। আইটি, কৃষি, বিমান চালনা, শিক্ষা, জ্বালানি খাত, স্বাস্থ্য খাত এবং মহাকাশ খাত সহ সকল খাতে স্টার্টআপ বাড়ছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক