ভারতে নতুন করে আরও ১১ টি জলাভূমি পেলো রামসার সাইটের মর্যাদা। এর মধ্যে চারটি তামিলনাড়ুতে, তিনটি ওড়িশায়, দুটি জম্মু ও কাশ্মীরে এবং একটি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। এর মাধ্যমে, ভারতে এখন প্রায় ১৩ লক্ষ ২৬ হাজার ৬৭৭ হেক্টর জুড়ে বিস্তৃত হলো ৭৫ টি রামসার সাইট। সংখ্যায় এটি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরেই প্রায় ২৮ টি এলাকার নাম ঘোষণা করা হয়।
গত ফেব্রুয়ারীতেও আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০২২ উপলক্ষ্যে দুটো নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছিলো ভারতে। এ নিয়ে দেশটিতে মোট রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছিলো ৪৯ এ। ০২ ফেব্রুয়ারী, বুধবার, গুজরাটের খিজদিয়া পাখি অভয়ারণ্য ও উত্তর প্রদেশের বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রামসার সাইট হলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি। ভারতের ৪৭ তম রামসার সাইট ছিলো উত্তর প্রদেশের হায়দারপুর জলাভূমি। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “উন্নয়ন ও পরিবেশকে একত্রে চলতে হবে। আমাদের জীববৈচিত্র্যের ৪০ শতাংশই আসে জলাভূমি থেকে।”
জলাভূমি দিবসের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি সেসময় বলেন, “আজ আন্তর্জাতিক জলাভূমি দিবস। ভারতে দুই লাখেরও বেশি ছোট পুকুর রয়েছে। তবে এমন কিছু জলাভূমি রয়েছে যা সংরক্ষণ করা দরকার। ভারতে ৫২ টি জাতীয় বন রয়েছে, যেখানে বাঘও রয়েছে। এছাড়া দুটো নীল ট্যাগ সৈকত রয়েছে। আরও দুটো নতুন রামসার সাইট যুক্ত হলো। তাই আমাদের একদিকে যেমন গর্ব বাড়লো, দায়িত্বও বাড়লো।”
একইভাবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটবার্তায় তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ রামসার নেটওয়ার্ক থাকা ভারতে উদ্ভিদ ও প্রাণীকুল রক্ষা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখার এক অপূর্ব প্রদর্শনী। এটি আমাদের নাগরিকদের দায়বদ্ধতার প্রমাণ।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক