০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ সংস্কারে ভারত-জার্মানি মতবিনিময়

জাতিসংঘের সংস্কার, দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থাসমূহে সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে বৈঠক করেছে ভারত ও জার্মানী। শুক্রবার, বার্লিনে উপরোক্ত বিষয়াদি নিয়ে আলোচনায় বসেন ভারত ও জার্মানীর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।

পরবর্তীতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রেখে উভয় পক্ষ জাতিসংঘ এবং পারস্পরিক স্বার্থের বহুপাক্ষিক ইস্যুতে সম্পর্ক বাড়ানোর বিষয়ে মত বিনিময় করেছে।

এসময়, উভয় পক্ষই জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৭ অধিবেশনের জন্য স্বীয় অগ্রাধিকার সম্পর্কে একে অপরকে অবহিত করেছে বলেও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এছাড়া, আগামী ডিসেম্বরে নিরাপত্তা পরিষদে ভারতের আসন্ন সভাপতিত্বের বিষয়েও জার্মান কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সাথে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং জাতিসংঘ শান্তিরক্ষা সহ পারস্পরিক স্বার্থের বৈশ্বিক ইস্যুতে তাদের বহুপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করতে সম্মত হয়েছে।

বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ইউএন-রাজনৈতিক) প্রকাশ গুপ্ত এবং জার্মানির নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক আদেশের মহাপরিচালক গুন্টার সাটার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

জাতিসংঘ সংস্কারে ভারত-জার্মানি মতবিনিময়

প্রকাশ: ০৭:০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘের সংস্কার, দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থাসমূহে সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে বৈঠক করেছে ভারত ও জার্মানী। শুক্রবার, বার্লিনে উপরোক্ত বিষয়াদি নিয়ে আলোচনায় বসেন ভারত ও জার্মানীর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।

পরবর্তীতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রেখে উভয় পক্ষ জাতিসংঘ এবং পারস্পরিক স্বার্থের বহুপাক্ষিক ইস্যুতে সম্পর্ক বাড়ানোর বিষয়ে মত বিনিময় করেছে।

এসময়, উভয় পক্ষই জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৭ অধিবেশনের জন্য স্বীয় অগ্রাধিকার সম্পর্কে একে অপরকে অবহিত করেছে বলেও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এছাড়া, আগামী ডিসেম্বরে নিরাপত্তা পরিষদে ভারতের আসন্ন সভাপতিত্বের বিষয়েও জার্মান কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সাথে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং জাতিসংঘ শান্তিরক্ষা সহ পারস্পরিক স্বার্থের বৈশ্বিক ইস্যুতে তাদের বহুপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করতে সম্মত হয়েছে।

বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ইউএন-রাজনৈতিক) প্রকাশ গুপ্ত এবং জার্মানির নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক আদেশের মহাপরিচালক গুন্টার সাটার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক