নেপালে চার দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। সোমবার কাঠমান্ডুতে অবতরণ তিনি। এরপরই নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মার সাথে বৈঠক হয় তাঁর। পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি জানায় কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস।
জানা গিয়েছে, নেপাল ভারতের মধ্যকার বিদ্যমান প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন পান্ডে। এসময়, নেপালি সেনাবাহিনীকে অস্ত্র ও ছোট যান উপহার দেন তিনি।
এদিকে, নেপালে অবতরণের পরই কাঠমান্ডুর টুন্ডিখেলের বীর স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল পান্ডে। এছাড়াও, নেপালি সেনাবাহিনীর সদর দপ্তরে একটি চারা রোপণ করেন তিনি।
উল্লেখ্য, এবারের নেপাল সফরে দেশটির প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সাক্ষাতের কথা রয়েছে পান্ডের। একই সাথে, দুই বাহিনীর মধ্যে বন্ধুত্বের দীর্ঘ উত্তরাধিকার অব্যাহত রেখে ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক উপাধি পাবেন।
প্রসঙ্গত, সেনাবাহিনীতে গোর্খা নিয়োগ নিয়ে সাম্প্রতিক বিতর্ক অবসান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোতভাবে বাড়ানোর প্রচেষ্টায় নেপাল গিয়েছেন সেনাপ্রধান জেনারেল পান্ডে। এ নিয়ে একটি টুইট করেছে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক