দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ভারত-জাপান ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামীকাল বুধবার জাপান যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময়, দু দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক নির্ধারণ এবং প্রতিরক্ষা সম্পর্ক ও বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তারা।
জানা গিয়েছে, ২+২ বৈঠকে জাপানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। মঙ্গলবার, এক বিবৃতিতে এসব তথ্যাদি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
তারা জানায়, ভারত-জাপান বিশেষ কৌশলগত সম্পর্ক এবং বৈশ্বিক অংশীদারিত্ব গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভাগ করা মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরী। মন্ত্রীদের সফরের সময় উভয় পক্ষ অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আরও নতুন উদ্যোগের অন্বেষণ করবে।
এর আগে ভারত এবং জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক ২+২ বৈঠক সর্বপ্রথম ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিলো।
এর আগে চলতি বছরের ২৪ মে জাপান গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়, টোকিওতে জাপানী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে ব্যক্তিগত বৈঠক করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক