তিন দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১০ সেপ্টেম্বর তিনি সৌদি আরবে গিয়ে পৌঁছাবেন। এই প্রথম বিদেশমন্ত্রীর হিসেবে জয়শঙ্করের সৌদি আরব সফর বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
শুক্রবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়শঙ্করের সৌদি আরব সফরের কথা জানানো হয়। তিন দিনের সফরকালে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে একাধিক বিষয়ে জয়শঙ্কর আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।
ভারত-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কমিটির বৈঠকেও জয়শঙ্কর যোগ দেবেন বলে জানা গিয়েছে।
বিদেশমন্ত্রী জয়শঙ্করের এবারের সৌদি সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। রাজনৈতিক ও নিরাপত্তার মতো বিষয়গুলো ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ইঙ্গিত।
গত কয়েক মাসে রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশের সচিব পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ রাষ্ট্রসংঘ, জি২০ এবং জিসিসি-তে তাদের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে বলে জানা গিয়েছে।
সৌদি সফরকালে সেখানকার বেশ কয়েকজন বিশিষ্টদের সঙ্গেও বিদেশমন্ত্রী জয়শঙ্কর বৈঠক করতে পারেন বলে খবর। এই তালিকায় আছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব এইচ. ই. নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফ। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মত বিনিময় হতে পারে দু’জনের মধ্যে। এছাড়া সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক আলোচনায় বসতে পারেন বলে জানা গেছে।
গত কয়েক বছর ধরে রাজনৈতিক, নিরাপত্তা, শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বলে মনে করছে বিদেশমন্ত্রক। কোভিড মহামারি চলাকালীন দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যোগাযোগও ছিল। সেই সম্পর্কে নতুন করে শান দিতেই জয়শঙ্করের সৌদি আরব সফর বলে মনে করা হচ্ছে। সৌদি সফর শেষ করে ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিদেশমন্ত্রী।
অন্যদিকে, হজরত মহম্মদ নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল আরব দেশগুলি। সেই সময় ভারত সরকারের কড়া সমালোচনা করে সৌদি সরকার। এমন পরিস্থিতিতে জয়শঙ্করের সৌদি আরব সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক