দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পরিধি ও বিষয়বস্তু আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২+২ আন্তঃ-সেশনাল মিটিং এবং ভারত-ইউএসএ মেরিটাইম সিকিউরিটি ডায়ালগে এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্যটি জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের গভীরতা এবং উপাদানকে আরও বাড়ানোর লক্ষ্যে উভয় পক্ষ নিযুক্ত থাকতে সম্মত হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর অঞ্চল এবং ইন্দো-প্যাসিফিক সম্পর্কিত আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, বুধবার অনুষ্ঠিত বৈঠকটি ছিলো মূলত গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকের ফলোআপ। এখানে, উভয় পক্ষই প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, সামুদ্রিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি, জটিল প্রযুক্তি, মহাকাশ এবং জনগণের মধ্যে সংযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করেছে।
বৈঠকে ভারতের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব ভানি রাও এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু ও সহকারী প্রতিরক্ষা সচিব (ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স) এলি রাটনার।
এছাড়া, বৃহস্পতিবার, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ম সামুদ্রিক নিরাপত্তা সংলাপও অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব (নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক) সন্দীপ আর্য, অতিরিক্ত সচিব (আমেরিকা) ভানি রাও এবং যুগ্ম সচিব (সমুদ্র ও ব্যবস্থা) দিনেশ কুমার।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স (ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স) এলি রাটনার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক