০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক্তন ভারতীয় নৌপ্রধানকে সিঙ্গাপুরের সম্মাননা

প্রাক্তন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল (অবঃ) সুনীল লাম্বাকে মর্যাদাপূর্ণ পিংগাত জাসা জেমিলাং (তেন্তেরা) বা মেধাবী সেবা পদক (সামরিক) প্রদান করেছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত একটি বিনিয়োগ অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ম্যাডাম হালিমা ইয়াকবের পক্ষে অ্যাডমিরাল লানবা (অব.) কে এই পুরস্কার প্রদান করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এনজি ইং হেন।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, “এই পুরস্কারটি ভারত ও সিঙ্গাপুরের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি দুই নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য অ্যাডএম সুনীল লাম্বার দুর্দান্ত অবদানের স্বীকৃতি।”

উল্লেখ্য, ইতোপূর্বে অ্যাডমিরাল (অবঃ) সুনীল লাম্বার নেতৃত্বে দুই নৌবাহিনীর মধ্যে বেশ কয়েকটি মাইলফলক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে নৌবাহিনীর সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি এবং পারস্পরিক লজিস্টিক সহায়তা চুক্তি রয়েছে।

এছাড়াও, তাঁর দায়িত্ব পালনের সময়কালে ২০১৮ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক অনুশীলন এর ২৫ তম সংস্করণ আয়োজন করে। এছাড়াও, বিভিন্ন সময়ে দু দেশের মধ্যকার বিভিন্ন মহড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

প্রাক্তন ভারতীয় নৌপ্রধানকে সিঙ্গাপুরের সম্মাননা

প্রকাশ: ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

প্রাক্তন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল (অবঃ) সুনীল লাম্বাকে মর্যাদাপূর্ণ পিংগাত জাসা জেমিলাং (তেন্তেরা) বা মেধাবী সেবা পদক (সামরিক) প্রদান করেছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত একটি বিনিয়োগ অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ম্যাডাম হালিমা ইয়াকবের পক্ষে অ্যাডমিরাল লানবা (অব.) কে এই পুরস্কার প্রদান করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এনজি ইং হেন।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, “এই পুরস্কারটি ভারত ও সিঙ্গাপুরের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি দুই নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য অ্যাডএম সুনীল লাম্বার দুর্দান্ত অবদানের স্বীকৃতি।”

উল্লেখ্য, ইতোপূর্বে অ্যাডমিরাল (অবঃ) সুনীল লাম্বার নেতৃত্বে দুই নৌবাহিনীর মধ্যে বেশ কয়েকটি মাইলফলক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে নৌবাহিনীর সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি এবং পারস্পরিক লজিস্টিক সহায়তা চুক্তি রয়েছে।

এছাড়াও, তাঁর দায়িত্ব পালনের সময়কালে ২০১৮ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক অনুশীলন এর ২৫ তম সংস্করণ আয়োজন করে। এছাড়াও, বিভিন্ন সময়ে দু দেশের মধ্যকার বিভিন্ন মহড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক