বৃহস্পতিবার ● ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
লিজ ট্রাসকে মোদীর শুভেচ্ছা

লিজ ট্রাসকে মোদীর শুভেচ্ছা

লিজ

নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে ফোনালাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়, সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় ট্রাসকে অভিনন্দন জানান মোদী। একইসাথে, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।

জানা গিয়েছে, আলোচনাকালে ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী হিসেবে লিজ ট্রাসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে দু দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন তারা।

এসময়, রোডম্যাপ ২০৩০ বাস্তবায়নে অগ্রগতি, এফটিএ বাস্তবায়ন ও প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়েও আলোচনা করেন দুই নেতা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak