০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কেনিয়া এবং ইরিত্রিয়া সফরে ভারতীয় মন্ত্রী

আগামী মঙ্গলবার কেনিয়া এবং ইরিত্রিয়া সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। তথ্যটি নিশ্চিত করে সোমবার এক বিবৃতি জারি করে ভারতের পররাষ্ট্র দপ্তর। মূলত, দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফরটি করবেন তিনি।

জানা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, কেনিয়া পৌছেই দেশটির ৫ম রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটোর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন মুরালি। পাশাপাশি একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির শিল্পপতি ও ভারতের সঙ্গে ব্যবসা করছেন, এমন ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়া, কেনিয়াতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

এরপর ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইরিত্রিয়া সফর করবেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো আফ্রিকান রাষ্ট্রটিতে যাচ্ছেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। সেখানে দেশটির রাষ্ট্রপতি ইসাইয়াস আফওয়ারকির সাথে সাক্ষাত করবেন তিনি। পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওসমান সালেহ মোহাম্মদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, কেনিয়া এবং ইরিত্রিয়া, উভয় আফ্রিকান দেশেই বহু বছর যাবত উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় প্রবাসী স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন। উভয় রাষ্ট্রের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ ও গভীর অংশীদারিত্ব্ ও বন্ধুত্ব রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

কেনিয়া এবং ইরিত্রিয়া সফরে ভারতীয় মন্ত্রী

প্রকাশ: ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

আগামী মঙ্গলবার কেনিয়া এবং ইরিত্রিয়া সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। তথ্যটি নিশ্চিত করে সোমবার এক বিবৃতি জারি করে ভারতের পররাষ্ট্র দপ্তর। মূলত, দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফরটি করবেন তিনি।

জানা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, কেনিয়া পৌছেই দেশটির ৫ম রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটোর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন মুরালি। পাশাপাশি একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির শিল্পপতি ও ভারতের সঙ্গে ব্যবসা করছেন, এমন ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়া, কেনিয়াতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

এরপর ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইরিত্রিয়া সফর করবেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো আফ্রিকান রাষ্ট্রটিতে যাচ্ছেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। সেখানে দেশটির রাষ্ট্রপতি ইসাইয়াস আফওয়ারকির সাথে সাক্ষাত করবেন তিনি। পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওসমান সালেহ মোহাম্মদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, কেনিয়া এবং ইরিত্রিয়া, উভয় আফ্রিকান দেশেই বহু বছর যাবত উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় প্রবাসী স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন। উভয় রাষ্ট্রের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ ও গভীর অংশীদারিত্ব্ ও বন্ধুত্ব রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক