চলতি সপ্তাহেই ভারতে আসবেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কলোনা। মূলত, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শক্তিশালী করতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে ভারতে আসছেন তিনি। এটিই হবে তাঁর প্রথম ভারত সফর।
সোমবার এসব তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া সফরের শুরুতেই ফরাসী মন্ত্রী ভারতের শিল্প নেতাদের সাথে দেখা করবেন। পরবর্তীতে বুধবার জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন তিনি। সেখানে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন উভয় নেতা।
বৃহস্পতিবার মুম্বাইয়ের বিভিন্ন সাইট পরিদর্শনে যাবেন তিনি। উল্লেখ্য, ঘনিষ্ঠ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত এবং ফ্রান্সের। নিয়মিতই এই সম্পর্ক উন্নত থেকে উন্নততর হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক