সোমবার সুখবর শোনালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক হাইওয়ে নির্মাণের কাজ করছে এবং সেই হাইওয়ের সোলার শক্তিতে চলবে। ইলেকট্রিক হাইওয়েতে বাস, ট্রাকের ভারী যানবাহনগুলোতে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে।
ইন্দো-আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানিয়েছেন নিতিন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিদ্যুত চালিত গণ পরিবহণ ব্যবস্থার ওপর জোর দিতে চাইছে।
অনুষ্ঠানে নিতিন গড়করী বলেন, “কেন্দ্রীয় সরকার সৌর শক্তি এবং বায়ুচালিত শক্তির ব্যবহারকে উৎসাহ জোগাতে চাইছে যাতে ইলেকট্রিক মবিলিটির উন্নয়ন ঘটে। আমরা ইলেকট্রিক হাইওয়ে তৈরির কাজেও জোর দিচ্ছি যা সৌর শক্তিতে চলবে এবং সেখানে বিদ্যুৎ চালিত ভারী যানবাহনও চার্জ দেওয়া সম্ভব হবে।”
ইলেকট্রিক হাইওয়ে এক বিশেষ ধরনের রাস্তা যেখানে যানবাহনের বিদ্যুৎ সরবরাহ করা হয়, এমনকী ওভারহেড তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সৌর শক্তির মাধ্যমে টোল প্লাজাগুলিকে চালানোর ব্যাপারেও উৎসাহ জোগাচ্ছে।
মন্ত্রী বলেন, সড়ক মন্ত্রক প্রধান করিডোর জুড়ে রুট অপ্টিমাইজেশন অনুশীলন পরিচালনা করেছে এবং নতুন সারিবদ্ধতার নকশা তৈরির কাজও করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, উন্নত পরিকাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায়, নতুন ব্যবসা তৈরি করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে।
নিতিন বলেন, “আমরা ২৬টি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছি।” মন্ত্রী জানিয়েছেন, পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজেক্টকে দ্রুত ছাড়পত্র দেওয়া হচ্ছে এবং লজিস্টিকের খরচও অনেকটাই কমছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক