রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রায় অংশ নিয়ে গিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকালই ব্রিটেনে উড়ে গিয়েছেন। সেখানে রাজা তৃতীয় চার্লেসের সঙ্গে দেখা করেন তিনি। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৫০০ অতিথি সমাবেশে শেষ যাত্রা অনুষ্ঠিত হবে
প্রধানমন্ত্রী মোদী যেতে পারবেন না। তাঁর জায়গায় ভারতের প্রতিনিধি হয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষযাত্রায় অংশ নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকালই তিনি পৌঁছে গিয়েছেন লন্ডনে। সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লেসের সঙ্গে দেখাও করেছেন তিনি। রানি মারা যাওয়ার পর তাঁর ছেলে চার্লস বসেছেন সিংহাসনে। প্রায় ৭০ বছর পর ফের ব্রিটেনের সিংহাসনে বসেছেন রাজা। রানি দ্বিতীয় এলিজাবেথের বাবার পর দ্বিতীয় এলিজাবেথের শাসনে ছিল ব্রিটেন।
সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষযাত্রার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ৫০০ অতিথি সমাবেশ হয়েছে ব্রিটেনে। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন গতকালই। ৫০০ অতিথির খাতির যন্তে ৪ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। রাজ পরিবারের কর্মীরাও রয়েছেন সেখানে।
গত ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথ দ্বিতীয় মারা যান। তারপর রাজ পরিবারের রীতি মেনে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাখা হয়েছে তাঁর কফিনবন্দি দেহ। সেখান থেকে শেষ যাত্রার অনুষ্ঠান শুরু হবে আজ। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে ব্যাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হবে রানির মরদেহ। সেখান থেকে রীতিমেনে উইন্ডসর ক্যাসেলের অন্দরে ষষ্ঠ কিং জর্জের চ্যাপেলে সমাধিস্থ করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। স্বামী প্রিন্স ফিলিপের পাশেই শায়িত থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক