সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
যুক্তরাষ্ট্রে জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহ শুরু

যুক্তরাষ্ট্রে জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহ শুরু

কূটনৈতিক

আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহের সূচনা হয়ে গিয়েছে। কূটনৈতিক সপ্তাহের শুরুতেই সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জয়শঙ্কর। পরবর্তীতে এক টুইটবার্তায় তিনি জানান, ইউএনজিএ চলাকালীন নিউইয়র্ক “বন্ধুত্বে পরিপূর্ণ”।

এছাড়া, শিক্ষা, বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইথিওপিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিপক্ষের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন তিনি; দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা।

পরবর্তীতে ভারত-ইউএই-ফ্রান্স ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন জয়শঙ্কর; বিভিন্ন ধরনের ধারনা বিনিময় করেন তিনি।

জানা গিয়েছে, আমেরিকায় কূটনৈতিক সপ্তাহের শুরুতে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের আগে জয়শঙ্কর মার্কিন সফরের সময় ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দেখা করেন।

জয়শঙ্কর মিশরীয় প্রতিপক্ষের সঙ্গেও দেখা করেছেন; বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। কিউবার প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আলবেনিয়ান প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak