দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ঘনিষ্ঠ করতে আফ্রিকান রাষ্ট্র জিবুতি সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার হর্ণ অব আফ্রিকা খ্যাত জিবুতিতে অবস্থান করবেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো দেশটি সফরে গেলেন তিনি।
জানা গিয়েছে, সফরকালে জিবুতির প্রধানমন্ত্রী আবদউলকাদের কামিল মোহাম্মদ, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ এবং অন্যান্য বিশিষ্টজনের সাথে দেখা করবেন মুরালি।
এসময়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় করবেন তারা। একই সাথে, দেশটিতে অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সাথেও সাক্ষাৎ করতে পারেন মুরালিধরণ।
পররাষ্ট্র দপ্তর জানায়, এই সফরে সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস (এসএসআইএফএস) এবং জিবুতির ইনস্টিটিউট অফ ডিপ্লোম্যাটিক স্টাডিজ (আইডিএস) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে।
উল্লেখ্য, ভারত এবং জিবুতি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগ দ্বারা উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নেয়। পাশাপাশি, গত বছর দু দেশের মধ্যকার বাণিজ্য ৭৫৫ মিলিয়ন ডলারে উন্নীত হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক