জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২১ সেপ্টেম্বর, বুধবার, মার্কিন মুল্লুকে সফরের দ্বিতীয় দিনে নিউইয়র্কে তিনটি দেশের রাষ্ট্রপ্রধান এবং ৪ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরবর্তীতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ হতে।
জানা গিয়েছে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দো এবং কমোরোসের রাষ্ট্রপতি আজালি আসুমানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জয়শঙ্কর। ম্যাক্রোঁর সাথে বৈঠকের পর এক টুইটবার্তায় জয়শঙ্কর বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাত এবং গ্লোবাল সাউথ ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে মতবিনিময় করেছি আমরা। জি-২০ গ্রুপ নিয়েও আমাদের এজেন্ডা ভাগ করে নিয়েছি দুজনে।
ঘানার প্রেসিডেণ্টের সাথে বৈঠকের পর জয়শঙ্কর লিখেছেন, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হলো। তাঁর উষ্ণ অভ্যর্থনায় আমি অত্যন্ত আনন্দিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমাদের চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানির সাথে বৈঠকের বিষয়ে জয়শঙ্কর বলেন, কমোরোসের রাষ্ট্রপতির সাথে কথোপকথন অত্যন্ত ফলপ্রসূ ছিলো। করোনা মোকাবেলা এবং ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াদিতে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
তাছাড়া, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাদা, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ; লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ; এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এর সাথেও বৈঠক করেন জয়শঙ্কর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক