অগাস্টে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর ব্রিটেনের বেশ কিছু এলাকায় হিন্দু বিরোধী অশান্তি, সংঘর্ষের অভিযোগ পাওয়া গিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সঙ্গে বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সম্প্রতি লেস্টার সহ ব্রিটেনের বেশ কিছু এলাকায় বসবাসকারী ভারতীয়দের নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিদেশমন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন।
২৮ অগাস্ট এশিয়া কাপে দুবাইতে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে প্রথমে অশান্তি ছড়ায়। ক্রমেই ক্রিকেট ফ্যানদের সেই ঝামেলা ছড়িয়ে পরে।
এই ঝামেলা চরম আকার নেয় লেস্টারে। বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মোট ৪৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ম্যাচ ঘিরে শুরু হওয়া অশান্তি থামেনি ব্রিটেনে। মঙ্গলবার নতুন করে অশান্তি হয় বার্মিংহাম এবং স্মেথউইকে। পরে পরিস্থিতি শান্ত হয় বলে ঘোষণা করে পুলিশ।
এই পরিস্থিতিতেই নিউইয়র্কে হলো দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। টুইটে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বৈঠকে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এই বিষয়ে ব্রিটিশ বিদেশ সচিব তাঁকে আশ্বাস দিয়েছেন। ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ছাড়াও ইউক্রেন, নিরাপত্তা পরিষদে সদস্যপদ-সহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার পক্ষেও জোর সওয়াল করেছেন বিদেশমন্ত্রী। তাঁর মতে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেলে শুধু ভারত নয়, গোটা দুনিয়ার পক্ষে ভাল হবে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের একাধিক দেশ ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দেখতে চায়। কারণ ওই দেশগুলি মনে করে ভারত আন্তর্জাতিক মঞ্চে তাদের হয়ে নির্ভুল সওয়াল করবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক