‘বন্ধু’র পাশে ছিলেন, থাকবেন শেষকৃত্যেও। জাপানের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাপান রওনা হচ্ছেন মোদী। রীতি মেনে ওইদিনই রাজধানী টোকিওতে আবের অন্তিম যাত্রার অনুষ্ঠান। মোদী যোগ দেবেন তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে। কবে দেশে ফিরবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই শিনজো আবের উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়েন আবে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে জাতীয় শোকও ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।
ভারত-জাপান সুসম্পর্কের প্রেক্ষাপটে বোঝাই গিয়েছিল, শিনজো আবের শেষকৃত্যে অনুষ্ঠানে থাকবেন ভারত সরকারের কোনও প্রতিনিধি। প্রধানমন্ত্রী মোদী নিজেও থাকতে পারেন সেই অনুষ্ঠানে। গত মাসে জাপানি সংবাদ সংস্থা কাইদোর খবরে শোনা যাচ্ছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আবের বিদায়পর্বের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে তা নিশ্চিত ছিল না। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক সেই খবর নিশ্চিত করেছে।
ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর ভোরেই টোকিও রওনা হবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক