ব্রিকস গোষ্ঠীর মন্ত্রীদের বৈঠকে একে অপরের মুখোমুখি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের ওয়াং ওয়াই ৷ সম্প্রতি দুই দেশের মধ্যে ‘পাক জঙ্গি’কে আন্তর্জাতিক জঙ্গি দেওয়ার তকমা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়৷ এরই মাঝে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে বৈঠকে মিলিত হলেন ব্রিকস সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীগণ।
১০ অগস্ট আমেরিকা ও ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে পাকিস্তানের জেইম-এর (জইশ-ই-মুহাম্মদ) ডেপুটি চিফ আবদুল রাউফ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’র তকমা দেওয়ার প্রস্তাব আনে ৷ চীন এর বিরোধিতা করে প্রক্রিয়াটিকে আটকে দেয়।
প্রসঙ্গত, জেইএম প্রধান মাসুদ আজহারের ভাই আবদুল রাউফ ১৯৭৪ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করে ৷ ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলায়েন্স আইসি৮১৪ বিমান অপহরণ, ২০০১-এ সংসদে আক্রমণ, ২০১৬-য় পাঠানকোটে ভারতীয় বায়ু সেনার ছাউনিতে সন্ত্রাসবাদী হামলার মতো একাধিক নাশকতাবাদী কার্যকলাপের পরিকল্পনা করেছে আবদুল রাউফ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব এনেছিল ভারত ৷
এই নিয়ে দু’দেশের মধ্যে মতানৈক্য তৈরি হয়৷ সূত্রে জানা গিয়েছে, চীনের এই পদক্ষেপ রাজনৈতিক৷ অতঃপর নিউইয়র্কে এই ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) বিদেশমন্ত্রীদের বৈঠকে চীন ও ভারত সামনাসামনি হলো৷
উল্লেখ্য, এবারের বৈঠকের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ৷ উপস্থিত ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ৷ এই বৈঠকে রাষ্ট্রসংঘের রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, দীর্ঘস্থায়ী উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্বের এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক