শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
তিনদিনের মালদ্বীপে সফরে কোয়াত্রা

তিনদিনের মালদ্বীপে সফরে কোয়াত্রা

কোয়াত্রা

তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ গিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। রবিবার, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আহমেদ লতিফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন তিনি। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেন উভয় নেতৃত্ব।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, ভারত-মালদ্বীপ ১০০ মিলিয়ন মার্কিন ডলারের লাইন অফ ক্রেডিট (এলওসি) চুক্তির বিনিময় এবং মালদ্বীপ কর্তৃপক্ষের কাছে একটি স্পিড বোটও হস্তান্তর করেছেন কোয়াত্রা।

কোয়াত্রার এই সফর নিয়ে বিবৃতি দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানায়, ভারত ও মালদ্বীপের উভয় পররাষ্ট্র সচিব সফল অর্থনৈতিক সহযোগিতা এবং ভারতীয় অনুদান সহায়তা এবং ক্রেডিট প্রকল্পের লাইনের অধীনে বাস্তবায়িত প্রকল্পসমূহের অগ্রগতির কথা আলোচনা করেছেন।

জানা গিয়েছে, উভয় পক্ষের আলোচনার বিষয়বস্তু ছিলো উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, বহুপাক্ষিক সম্পৃক্ততা এবং কনস্যুলার বিষয়ক বিষয়াদি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak