মার্কিন প্রদেশ ফ্লোরিডা এবং উত্তর ক্যারোলিনায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়ান। কার্যত এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে অঞ্চলটিতে। অন্তত ৬৬ জন মানুষ মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হারিকেন ইয়ানের আঘাতে মার্কিন সংকট শুরু হয়েছে। এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হারিকেন ইয়ানের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সহানুভূতি জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উল্লেখ করে নিজের অফিশিয়াল একাউন্ট থেকে এক টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, হারিকেন ইয়ানের কারণে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে প্রাণ গিয়েছে, তা নজরে রেখে বলা যায় ইউনাইটেড স্টেটসের জন্য এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম ফ্লোরিডায় এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি রয়েছে। এমনকি হাইওয়ে পর্যন্ত জলের তলায়।”
মোদী আরও লিখেছেন, “হারিকেন ইয়ানের দরুন মূল্যবান প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের কারণে প্রেসিডেন্ট বাইডেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহানুভূতি ব্যক্ত করছি। আমাদের চিন্তাভাবনা এই কঠিন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে রয়েছে।”
তবে, শেষ খবর পাওয়া অবধি এই মুহূর্তে ইয়ান ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে এবং সেটি দক্ষিণ ভার্জিনিয়া পেরোতে চলেছে। হয়তো এর ফলে পশ্চিম ভার্জিনিয়া এবং পশ্চিম মেরিল্যান্ডে রবিবার সকালে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইয়ানকে চতুর্থ তালিকাভুক্ত শক্তিশালী হারিকেন বলে বর্ণিত করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক