শ্রীলঙ্কার প্রায় ২০০ টি নিম্ন আয়ের পরিবারের কাছে মানবিক সাহায্য স্থানান্তর করেছে ভারত। রবিবার, ঋণগ্রস্ত দ্বীপরাষ্ট্রের ত্রিনকোমালি জেলার হতদরিদ্রদের মাঝে এই সহায়তা পৌছে দেয় দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে।
অনুষ্ঠান শেষে এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশনার বলেন, “ভারত সবসময়ই শ্রীলংকার পাশে রয়েছে। আমরা দু দেশের মধ্যকার বন্ধুত্ব শক্তিশালী করতে ইচ্ছুক।” এসময়, গোটা অনুষ্ঠান আয়োজনের জন্য লঙ্কান টিএনএ নেতা এমপি থিরু আর সাম্পানথানকেও কৃতজ্ঞতা জানান তিনি।
এছাড়া, শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, “হাইকমিশনার ত্রিনকোমালি জেলার ২০০ টি নিম্ন আয়ের পরিবারকে মানবিক সহায়তা হস্তান্তর করেছেন। টিএনএ নেতা এমপি থিরু আর সাম্পানথানের প্রতিনিধিত্বকারী টিএনএ এমপি থিরু কালাইয়ারাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।”
উল্লেখ্য, অর্থনৈতিক ঋণে জর্জরিত দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার বিপদের শুরু থেকেই ছায়াসঙ্গীর মতো পাশে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করছে মোদী সরকার। এর লক্ষ্যে শ্রীলংকায় জ্বালানী, আর্থিক ও খাদ্য এবং স্বাস্থ্য সহ সকল খাতে সাহায্য পাঠাচ্ছে নয়াদিল্লি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক