অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ০৫ থেকে ১১ অক্টোবর অবধি ওশেনিয়া অঞ্চলের দুই রাষ্ট্রে অবস্থান করবেন তিনি। মূলত, বাণিজ্য থেকে নিরাপত্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উভয় দেশের সাথে ভারতের সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে তাঁর এবারের যাত্রা। তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, সফরের প্রথম ধাপে নিউজিল্যান্ড যাবেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। সেখানে অকল্যান্ডে সমকক্ষ নানাইয়া মাহুতার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করার জন্য একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি। এটিই হবে দায়িত্ব নেয়ার পর জয়শঙ্করের প্রথম নিউজিল্যান্ডে সফর।
০৬ অক্টোবর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং দেশটিতে অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে সাক্ষাতের কথা রয়েছে জয়শঙ্করের। একই দিনে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে মিলে ভারত@৭৫ ডাকটিকিট প্রকাশ করবেন তিনি।
শেষ খবর পাওয়া অবধি, নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় এবং বৈচিত্র্য মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান সহ বেশ কয়েকজন মন্ত্রীর সাথেও মতবিনিময় করবেন জয়শঙ্কর। পাশাপাশি ওয়েলিংটনে ভারতীয় হাইকমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। একই সাথে, মোদী@২০: ড্রিমস মিট ডেলিভারি বইটির উন্মোচনও করবেন তিনি।
অতঃপর সফরের দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং সিডনি ভ্রমণ করবেন জয়শঙ্কর৷ সেখানে তিনি তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ পেনি ওং-এর সাথে পররাষ্ট্র নীতিনির্ধারক পর্যায়ের ফ্রেমওয়ার্ক ডায়ালগে অংশগ্রহণ করবেন এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সাথে দেখা করবেন।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়শঙ্কর। এর আগে গত ফেব্রুয়ারিতে মেলবোর্নে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য ক্যাঙ্গারুর দেশে গিয়েছিলেন তিনি। জয়শঙ্কর অস্ট্রেলিয়ান নৌবাহিনী, মিডিয়া এবং সিডনির লোই ইনস্টিটিউট সহ থিঙ্ক ট্যাঙ্কের সাথেও মতবিনিময় করবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক