সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার নতুন খাত ও ক্ষেত্র তৈরী করার বিষয়ে আলোচনা করেছে ভারত ও যুক্তরাজ্য। সোমবার, লন্ডনে ভারত-ইউকে ডিফেন্স কনসালটেটিভ গ্রুপ (ডিসিজি) বৈঠকে এ নিয়ে বিশদ মতবিনিময় করেন উভয় রাষ্ট্রের প্রতিনিধিগণ। বৈঠকে ভারতের নেতৃত্ব দেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং যুক্তরাজ্যের নেতৃত্বে ছিলেন দেশটির স্থায়ী আন্ডার সেক্রেটারি অফ স্টেট (প্রতিরক্ষা) ডেভিড উইলিয়ামস।
মঙ্গলবার, তথ্যটি নিশ্চিত করে এক বিবৃতি দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনার পাশাপাশি শিল্প ও প্রতিরক্ষা স্তরে উভয়ের মধ্যকার সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বৈঠকের পর যুক্তরাজ্যের এনএসএ স্যার টিম ব্যারোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতীয় প্রতিরক্ষা সচিব। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের। উল্লেখ্য, দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল ভারত-যুক্তরাজ্য যৌথ সামরিক মহড়া। নিয়মিত যৌথ নৌ, সেনা ও বিমান বাহিনী স্তরে মহড়ায় অংশ নেয় দেশ দুটো। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক