ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জেলেনস্কিকে শান্তি স্থাপনে সাহায্যের আশ্বাস মোদীর

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ১২:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • 52

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টেলিফোনে প্রধানমন্ত্রী মোদীকে টেলিফোন করেন জেলেনস্কি। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেভাবে পারমানবিক শক্তির তত্ত্ব উঠে আসছে, সেই নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

জেলেনস্কিকে মোদী আশ্বাস দিয়েছেন, শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য যে কোনও প্রচেষ্টায় ভারত প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে মোদীর এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) শত্রুতা দ্রুত বন্ধ করে আলাপ-আলোচনা ও কূটনীতির পথে হাঁটার প্রয়োজনীয়তার কথা আরও একবার ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, সংঘর্ষের কোনও সামরিক সমাধান হতে পারে না এবং এতে শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের প্রস্তুতির কথা জানান। যে কোনও শান্তি প্রচেষ্টায় ভারত প্রস্তুত।”

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোকে বিপন্ন করা হলে জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য সুদূরপ্রসারী এবং অতি বিপর্যয়ের এক পরিণতি তৈরী হতে পারে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

জেলেনস্কিকে শান্তি স্থাপনে সাহায্যের আশ্বাস মোদীর

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ১২:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টেলিফোনে প্রধানমন্ত্রী মোদীকে টেলিফোন করেন জেলেনস্কি। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেভাবে পারমানবিক শক্তির তত্ত্ব উঠে আসছে, সেই নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

জেলেনস্কিকে মোদী আশ্বাস দিয়েছেন, শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য যে কোনও প্রচেষ্টায় ভারত প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে মোদীর এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) শত্রুতা দ্রুত বন্ধ করে আলাপ-আলোচনা ও কূটনীতির পথে হাঁটার প্রয়োজনীয়তার কথা আরও একবার ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, সংঘর্ষের কোনও সামরিক সমাধান হতে পারে না এবং এতে শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের প্রস্তুতির কথা জানান। যে কোনও শান্তি প্রচেষ্টায় ভারত প্রস্তুত।”

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোকে বিপন্ন করা হলে জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য সুদূরপ্রসারী এবং অতি বিপর্যয়ের এক পরিণতি তৈরী হতে পারে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক