ইন্দো-মার্কিন কৌশলগত ক্লিন এনার্জি পার্টনারশিপ এর মন্ত্রীপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে পরশুদিন। আগামী ০৭ অক্টোবর, মার্কিন মুল্লুকের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হবে বৈঠকটি। এই সংলাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ এস পুরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির জ্বালানী ও শক্তি দপ্তরের সচিব জেনিফার গ্রানহোম।
বুধবার, তথ্যটি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এক বার্তায় তারা জানায়, আগামী ০৬ থেকে ১১ অক্টোবর অবধি মার্কিন মুল্লুকে অবস্থান করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ এস পুরি। এসময়, ওয়াশিংটন ডিসি এবং হিউস্টনে একটি অফিসিয়াল ও ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ডাকে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলনে ইউএস-ইন্ডিয়া ক্লাইমেট অ্যান্ড ক্লিন এনার্জি এজেন্ডা – ২০৩০ ঘোষণা করেন মোদী এবং বাইডেন। এরই অংশ এই ইন্দো-মার্কিন কৌশলগত ক্লিন এনার্জি পার্টনারশিপ সংলাপ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক