শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
অক্টোবরেই আন্তর্জাতিক সৌর জোটের ৫ম সম্মেলন

অক্টোবরেই আন্তর্জাতিক সৌর জোটের ৫ম সম্মেলন

সৌর

চলতি মাসেই হচ্ছে আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) ৫ম সমাবেশ। আগামী ১৭ থেকে ২০ অক্টোবর অবধি চারদিন ব্যাপী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। শুক্রবার, এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে ভারতের নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। এতে আন্তর্জাতিক সৌর জোটের ১০৯ টি সদস্য ও স্বাক্ষরকারী রাষ্ট্রের মন্ত্রী, মিশন এবং প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সৌর জোটের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং। জোটের ৫ম সাধারণ সমাবেশ আয়োজনের লক্ষ্যে তিনি বলেন, “আন্তর্জাতিক সৌর জোট আমাদের গ্রহের শক্তি পরিবর্তনের লক্ষ্যের জন্য একেবারে অপরিহার্য। পরিবেশে প্রাপ্ত সবচেয়ে সহজলভ্য শক্তি ছোট গ্রিড এবং সৌর শক্তি। এটাই বিশ্বের প্রত্যেকের বিদ্যুতের অ্যাক্সেস নিশ্চিত করার সমাধান। আইএসএ শক্তির স্থানান্তর বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গিয়েছে, আইএসএ-এর পঞ্চম সমাবেশে সংস্থার প্রধান লক্ষ্য- শক্তি অ্যাক্সেস, শক্তি সুরক্ষা এবং শক্তি স্থানান্তরের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে৷ সমাবেশের সফলতার খবরে আরও অধিক রাষ্ট্র আইএসএ চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak