দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতিকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং আফ্রিকান ইউনিয়ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (অর্থনৈতিক সম্পর্ক) দাম্মু রবির সাম্প্রতিক ইথিওপিয়া সফরের সময় এমন নীতিগত সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। এসময়, রবির সফরসঙ্গী ছিলেন একই দপ্তরের যুগ্ম সচিব (ইএন্ডএসএ) পুনীত আর. কুন্ডল।
এছাড়াও, ইথিওপিয়া সরকারের প্রতিনিধি দলের সাথে সম্পর্কোন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা ও মতবিনিময় করেন ভারতীয় প্রতিনিধিগণ। তথ্যটি নিশ্চিত করে বৃহস্পতিবার বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, আফ্রিকান ইউনিয়নের ডেপুটি চেয়ারপারসন মনিক নসানজাবাগানওয়ার সাথে দেখা করেছেন দাম্মু রবি। ভারত-আফ্রিকা ফোরাম সামিট এর পরবর্তী রাউন্ডের আয়োজনের সম্ভাবনাসহ আফ্রিকান ইউনিয়নের সাথে ভারতের সহযোগিতা সম্পর্কিত বিষয়াদি আলোচনা করেন তারা। দুই পক্ষ আইএএফএস অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।
এছাড়া, সফরকালে ইথিওপিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেসফায়ে ইলমার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতীয় সচিব দাম্মু রবি। আলোচনাকালে রাজনৈতিক বিনিময়, উন্নয়ন সহযোগিতা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।
পরবর্তীতে ইথিওপিয়াতে অবস্থিত ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেন ভারতীয় প্রতিনিধিগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক