নতুন সপ্তাহের শুরুতে জর্জিয়া ও কাজাখস্তান যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। আগামী ১০ ও ১১ অক্টোবর জর্জিয়াতে অবস্থান করবেন তিনি। অতঃপর ১২ ও ১৩ অক্টোবর কাজাখস্তানে যাবার কথা রয়েছে তাঁর। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বার্তায় দপ্তরের পক্ষ থেকে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জর্জিয়া যাচ্ছেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য মীনাক্ষী লেখি। গতবছর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটিতে সফরের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে।
জানা গিয়েছে, জর্জিয়া সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন লেখি। পাশাপাশি দেশটিতে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
বিবৃতিতে কাজাখস্তানে লেখির সম্ভাব্য সফর নিয়ে বলা হয়, কাজাখ রাজধানী আস্তানায় অনুষ্ঠিতব্য এশিয়ান ইন্টারঅ্যাকশন এবং কনফিডেন্স বিল্ডিং মেজারস (সিআইসিএ) এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লেখি।
উল্লেখ্য, ভারত সিআইসিএ এর প্রতিষ্ঠাতা সদস্য। লেখির এই সফরে উভয় দেশের সাথে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী ভারতীয় পররাষ্ট্র দপ্তর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক