শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ফের আফগানিস্তানে মেডিকেল সাহায্য ভারতের

ফের আফগানিস্তানে মেডিকেল সাহায্য ভারতের

আফগানিস্তানে

আফগানিস্তানে ফের প্রয়োজনীয় ওষুধ এবং সার্জিক্যাল আইটেম পাঠিয়েছে ভারত। মঙ্গলবার, ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফে এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে সমন্বিত চিকিৎসা সহায়তার ১৩তম চালান পাঠানো হয়েছে। এটি আফগান জনগণের প্রতি নয়াদিল্লীর দায়বদ্ধতার অঙ্গীকার। আফগান জনগণকে সহায়তা করার জন্য জাতিসংঘের জরুরী আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সহায়তা পাঠিয়েছি।

জানা গিয়েছে, মেডিকেল/সার্জিক্যাল আইটেমগুলোর মধ্যে রয়েছে পেডিয়াট্রিক স্টেথোস্কোপ, পেডিয়াট্রিক বিপি কাফ সহ স্ফিগমোম্যানোমিটার মোবাইল টাইপ, ইনফিউশন পাম্প, ড্রিপ চেম্বার সেট, ইলেক্ট্রো ক্যাউটারি, নাইলন সেলাই ইত্যাদি।

এগুলো কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে তালেবান দখলকৃত দেশটিতে প্রায় ৪৫ টন চিকিৎসা সহায়তা সরবরাহ করলো মোদী সরকার। এছাড়াও, ভারত আফগান জনগণের জন্য ৪০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak