০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আইবিএসএএমএআর মহড়ায় ভারত

আইবিএসএএমএআর বহুজাতিক নৌ মহড়ার সপ্তম পর্বে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তর্কশ। মঙ্গলবার, দক্ষিণ আফ্রিকার পোর্ট গ্রেকুহরিয়া, যা পোর্ট এলিজাবেথ নামে সমধিক পরিচিত, বন্দরে পৌঁছায় জাহাজটি। মহড়ায় আরও অংশ নিবে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের নৌবাহিনী।

ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মহড়ায় ভারতীয় বাহিনীর পক্ষে অংশ নিবেন আইএনএস তর্কশ ও চেতক হেলিকপ্টার এবং মেরিন কমান্ডো ফোর্সের (মার্কস) সদস্যরা।

জানা গিয়েছে, মহড়ায় পোতাশ্রয় পর্বের সময় ক্ষতি নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপক অনুশীলন ভিবিএসএস/ ক্রস-বোর্ডিং বক্তৃতা এবং বিশেষ বাহিনীর মধ্যে যোগাযোগের মতো পেশাদার বিনিময় পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রেস রিলিজ অনুসারে, যৌথ সামুদ্রিক মহড়াটি তিন বাহিনীর সামুদ্রিক নিরাপত্তা, যৌথ অপারেশনাল প্রশিক্ষণ, সর্বোত্তম অনুশীলনের বিনিময় এবং ভাগ করা সামুদ্রিক হুমকি মোকাবেলায় আন্তঃকার্যক্ষমতা জোরদার করবে।

উল্লেখ্য, আইবিএসএএমএআর মহড়াটি ২০০৮ সালে শুরু হয়েছিলো। এর সর্বশেষ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকার সিমনস্টাউনের উপকূলে ২০১৮ সালের ১ থেকে ১৩ অক্টোবর অবধি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আইবিএসএএমএআর মহড়ায় ভারত

প্রকাশ: ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

আইবিএসএএমএআর বহুজাতিক নৌ মহড়ার সপ্তম পর্বে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তর্কশ। মঙ্গলবার, দক্ষিণ আফ্রিকার পোর্ট গ্রেকুহরিয়া, যা পোর্ট এলিজাবেথ নামে সমধিক পরিচিত, বন্দরে পৌঁছায় জাহাজটি। মহড়ায় আরও অংশ নিবে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের নৌবাহিনী।

ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মহড়ায় ভারতীয় বাহিনীর পক্ষে অংশ নিবেন আইএনএস তর্কশ ও চেতক হেলিকপ্টার এবং মেরিন কমান্ডো ফোর্সের (মার্কস) সদস্যরা।

জানা গিয়েছে, মহড়ায় পোতাশ্রয় পর্বের সময় ক্ষতি নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপক অনুশীলন ভিবিএসএস/ ক্রস-বোর্ডিং বক্তৃতা এবং বিশেষ বাহিনীর মধ্যে যোগাযোগের মতো পেশাদার বিনিময় পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রেস রিলিজ অনুসারে, যৌথ সামুদ্রিক মহড়াটি তিন বাহিনীর সামুদ্রিক নিরাপত্তা, যৌথ অপারেশনাল প্রশিক্ষণ, সর্বোত্তম অনুশীলনের বিনিময় এবং ভাগ করা সামুদ্রিক হুমকি মোকাবেলায় আন্তঃকার্যক্ষমতা জোরদার করবে।

উল্লেখ্য, আইবিএসএএমএআর মহড়াটি ২০০৮ সালে শুরু হয়েছিলো। এর সর্বশেষ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকার সিমনস্টাউনের উপকূলে ২০১৮ সালের ১ থেকে ১৩ অক্টোবর অবধি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক