০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সম্পর্ক বাড়াবে ভারত-জর্জিয়া

চলতি সপ্তাহের শুরুতেই ১০ এবং ১১ অক্টোবর জর্জিয়া সফর করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলিয়া দার্চিয়াশভিলির সাথে সাক্ষাৎ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করে এক টুইট করেন লেখি নিজেই। জানা গিয়েছে, উভয় মন্ত্রীর মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অবস্থার সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

টুইটে তিনি লিখেন, “জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইলিয়া দার্চিয়াশভিলির সাথে দেখা করে আনন্দিত। আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ তম বার্ষিকীতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি।”

তিনি আরও লিখেছেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি। উভয় পক্ষই বিশেষ করে সংস্কৃতি, শিক্ষা, বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। আমরা এখানে অবস্থানরত ভারতীয় ছাত্র ও কৃষকদের বিষয়েও আলোচনা করেছি।”

ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জর্জিয়ার পার্লামেন্টের প্রথম ডেপুটি চেয়ারম্যান জর্জ ভলস্কি, ভারত-জর্জিয়া ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জিওর্গি আমিলাখভারি এবং সংস্কৃতি উপমন্ত্রী জনাব ইরাকলি গিভিয়াশভিলির সাথেও দেখা করেছেন মীনাক্ষী লেখি।

এসব আলোচনায় মূলত রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া, তিবিলিসিতে থাকার সময় মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন লেখি, যা গত বছরের জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বোধন করেছিলেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সম্পর্ক বাড়াবে ভারত-জর্জিয়া

প্রকাশ: ০১:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

চলতি সপ্তাহের শুরুতেই ১০ এবং ১১ অক্টোবর জর্জিয়া সফর করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলিয়া দার্চিয়াশভিলির সাথে সাক্ষাৎ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করে এক টুইট করেন লেখি নিজেই। জানা গিয়েছে, উভয় মন্ত্রীর মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অবস্থার সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

টুইটে তিনি লিখেন, “জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইলিয়া দার্চিয়াশভিলির সাথে দেখা করে আনন্দিত। আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ তম বার্ষিকীতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি।”

তিনি আরও লিখেছেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি। উভয় পক্ষই বিশেষ করে সংস্কৃতি, শিক্ষা, বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। আমরা এখানে অবস্থানরত ভারতীয় ছাত্র ও কৃষকদের বিষয়েও আলোচনা করেছি।”

ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জর্জিয়ার পার্লামেন্টের প্রথম ডেপুটি চেয়ারম্যান জর্জ ভলস্কি, ভারত-জর্জিয়া ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জিওর্গি আমিলাখভারি এবং সংস্কৃতি উপমন্ত্রী জনাব ইরাকলি গিভিয়াশভিলির সাথেও দেখা করেছেন মীনাক্ষী লেখি।

এসব আলোচনায় মূলত রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া, তিবিলিসিতে থাকার সময় মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন লেখি, যা গত বছরের জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বোধন করেছিলেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক