মঙ্গলবার (১৮ অক্টোবর), ইন্টারপোলের সাধারণ পরিষদের ৯০তম বার্ষিক সভাকে স্মরণীয় করে রাখতে, একটি স্মারক ডাকটিকিট এবং একটি ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে, উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “বৈশ্বিক হুমকির প্রতিক্রিয়া কখনও স্থানীয় হতে পারে না।”
১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লির প্রগতি ময়দানে এই সভা চলবে। মোট ১৯৫টি দেশ থেকে আগত প্রতিনিধিরা এই সভায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন, বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, তদন্তকারী সংস্থার প্রধান এবং পদস্থ পুলিশ কর্তারা।
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, “২০২২ সালে ভারত তার স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এটা আমাদের মানুষ, সংস্কৃতি এবং সাফল্যের উদযাপন। ২০২৩-এ ইন্টারপোল স্থাপনের ১০০তম বছর। বাধা-বিপত্তি থেকে শিখতে হবে। বিজয় উদযাপন করতে হবে। আর তারপর, আশাবাদী হয়ে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষার অভিযানে সাহসী মহিলা ও পুরুষদের পাঠানোর বিষয়ে ভারত বিশ্বের অন্যতম প্রধান দেশ। এমনকি, নিজেরা স্বাধীনতা পাওয়ার আগে থেকেই আমরা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আত্মত্যাগ করেছি। জলবায়ু লক্ষ্যমাত্রা থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন, যে কোনও ধরনের সংকটে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা দেখিয়েছে ভারত।”
ইন্টারপোলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হল সাধারণ পরিষদ। ইন্টারপোলের কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতি বছর এই সভা বসে। এর আগে ১৯৯৭ সালে, শেষবার ভারতে এই পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ সালে নয়া দিল্লি এই সভা আয়োজনের দাবি জানিয়েছিল। অধিকাংশ দেশই দিল্লি এই দাবি সমর্থন করেছিল। বিভিন্ন দেশের আইন রক্ষার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের পাশাপাশি এই বৈঠকে যোগ দিয়েছেন ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং সেক্রেটারি জেনারেল জার্গেন স্টক।
ভারত থেকে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আয়োজন ভারতের উন্নত আইনশৃঙ্খলা ব্যবস্থাকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার বড় সুযোগ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক