০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম-২০২২ সম্পন্ন

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া-২০২২ এর পর্দা নামলো গতকাল ১৯, অক্টোবর, ২০২২ নয়া দিল্লীতে। বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০২২-এর সকল ডেলিগেটসদের সম্মানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার।

ইয়ুথ ডেলিগেশন-২০২২ এ সুযোগ পাওয়া ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম -এর তিন জ্যেষ্ঠ শিল্পী অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশ গুপ্তা ও মৈত্রী চক্রবর্তী তূর্ণি ওড়িশী নৃত্য ও দেশাত্মবোধক নাচ পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী. অনুরাগ ঠাকুর এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষীথ প্রামাণিক। এছাড়াও মন্ত্রনালয়ের অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার, সচিব (যুব বিষয়ক মন্ত্রনালয়), নীতেশ কে মিশ্র, যুগ্ম সম্পাদক (যুব বিষয়ক মন্ত্রণালয়), পঙ্কজ কে সিং, পরিচালক (যুব বিষয়ক মন্ত্রণালয়)।

তাদের নৃত্য পরিবেশন সমাপ্তির পর ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী বিশেষভাবে, বরেণ্য ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী’র শিষ্যা অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশ গুপ্তা এবং মৈত্রী চক্রবর্তী তুর্ণির ভূয়সী প্রশংসা করেছেন।

মাননীয় মন্ত্রীরা বলেন, “বাংলাদেশে বিশুদ্ধ ওড়িশী শাস্ত্রীয় নৃত্যের এই ধরনের চর্চা, প্রচার ও প্রসারে তাঁরা মুগ্ধ।’ এছাড়াও তাঁরা বাংলাদেশে এসে চট্টগ্রাম এই নৃত্যশিল্পীদের নৃত্য উপভোগ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ওটিডিএমসি মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া জানান, আট দিনের সফর শেষে আজ ২০ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন টিম। এ সফরে তারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করছে। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম-২০২২ সম্পন্ন

প্রকাশ: ০২:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া-২০২২ এর পর্দা নামলো গতকাল ১৯, অক্টোবর, ২০২২ নয়া দিল্লীতে। বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০২২-এর সকল ডেলিগেটসদের সম্মানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার।

ইয়ুথ ডেলিগেশন-২০২২ এ সুযোগ পাওয়া ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম -এর তিন জ্যেষ্ঠ শিল্পী অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশ গুপ্তা ও মৈত্রী চক্রবর্তী তূর্ণি ওড়িশী নৃত্য ও দেশাত্মবোধক নাচ পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী. অনুরাগ ঠাকুর এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষীথ প্রামাণিক। এছাড়াও মন্ত্রনালয়ের অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার, সচিব (যুব বিষয়ক মন্ত্রনালয়), নীতেশ কে মিশ্র, যুগ্ম সম্পাদক (যুব বিষয়ক মন্ত্রণালয়), পঙ্কজ কে সিং, পরিচালক (যুব বিষয়ক মন্ত্রণালয়)।

তাদের নৃত্য পরিবেশন সমাপ্তির পর ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী বিশেষভাবে, বরেণ্য ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী’র শিষ্যা অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশ গুপ্তা এবং মৈত্রী চক্রবর্তী তুর্ণির ভূয়সী প্রশংসা করেছেন।

মাননীয় মন্ত্রীরা বলেন, “বাংলাদেশে বিশুদ্ধ ওড়িশী শাস্ত্রীয় নৃত্যের এই ধরনের চর্চা, প্রচার ও প্রসারে তাঁরা মুগ্ধ।’ এছাড়াও তাঁরা বাংলাদেশে এসে চট্টগ্রাম এই নৃত্যশিল্পীদের নৃত্য উপভোগ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ওটিডিএমসি মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া জানান, আট দিনের সফর শেষে আজ ২০ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন টিম। এ সফরে তারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করছে। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক