শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারতে আভ্যন্তরীণ প্রতিরক্ষায় চিন্তন শিবিরের বৈঠক

ভারতে আভ্যন্তরীণ প্রতিরক্ষায় চিন্তন শিবিরের বৈঠক

প্রতিরক্ষায়

হরিয়ানার সুরজকুন্ডে ভারতের বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে ২৭ ও ২৮ অক্টোবর দু’দিনের চিন্তন শিবিরের বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। ২৭ অক্টোবর, বৃহস্পতিবার দু’দিন ব্যাপী এই ‘চিন্তন শিবির’-এর উদ্বোধন ও সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ২৮ অক্টোবর দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলোর স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির (সিপিও) মহাপরিচালকরাও চিন্তন শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রীদের এই চিন্তন শিবির হল অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতি প্রণয়নের জন্য জাতীয় দৃষ্টিভঙ্গি প্রদানের একটি প্রয়াস। এই চিন্তন শিবির সমবায় ফেডারেলিজমের চেতনায়, কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে পরিকল্পনা ও সমন্বয়ের ক্ষেত্রে আরও সমন্বয় আনবে বলে মনে করা হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak