বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
গুজরাটে সামরিক বিমান তৈরি করবে টাটা-এয়ারবাস

গুজরাটে সামরিক বিমান তৈরি করবে টাটা-এয়ারবাস

টাটা

গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাস দ্বারা ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করা হবে। বৃহস্পতিবার প্রতিরক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরির কারখানার (উৎপাদন কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ৪০টি বিমান তৈরি করা ছাড়াও, গুজরাটের ভাদোদরায় এই কারখানাটি (উৎপাদন কেন্দ্র) বিমান বাহিনীর প্রয়োজনীয়তা এবং রফতানির জন্য অতিরিক্ত বিমান তৈরি করবে।
অর্থাৎ এয়ারবাসের সঙ্গে অংশীদারিত্বে ভারতীয় বহুজাতিক সংস্থা টাটা গুজরাটের ভাদোদরায় ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে।
বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সি-২৯৫ পরিবহন বিমানের প্রথম ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনও গুজরাটের ভাদোদরায় অবস্থিত হবে। খবর: ইন্ডিয়া নিউজ করছে

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak