জলবায়ু পরিবর্তন সহ বিশ্বে চলমান নানান প্রাকৃতিক দূর্যোগ ইস্যুতে একযোগে কাজ করবে ভারত ও জার্মানী। বৃহস্পতিবার, নয়াদিল্লীতে জার্মান ফেডারেল পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির সংসদ সদস্য হ্যারাল্ড এবনারের সাথে বৈঠকে এসব বিষয়ে বিশদ আলোচনা করেন কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব।
পরবর্তীতে ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নগর অভিবাসন, সেক্টরাল জলবায়ু কর্ম পরিকল্পনা এবং সাফল্য, বৃত্তাকার অর্থনীতি, ই-বর্জ্য, জলাশয় সংরক্ষণ, পানীয় জল, সার। সমস্যা, এবং টেকসই জীবনযাপন।
জানা গিয়েছে, বৈঠকে বিশাল আকার এবং জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতের শক্তিশালী পরিবেশগত এবং জলবায়ু সংক্রান্ত উদ্যোগের প্রশংসা করেছে জার্মান প্রতিনিধি দল। একই সাথে, ভারতের আসন্ন জি-২০ সভাপতিত্বকে সাধুবাদ জানিয়েছে তারা।
এছাড়া, গঙ্গা পুনরুজ্জীবন প্রকল্পে জার্মানির সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান যাদব। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা সমাধানের জন্য ভারত এবং জার্মানির মধ্যে সহযোগিতা প্রয়োজন। ভারত সবসময় সমাধানের অংশ হওয়ার চেষ্টা করে, সমস্যার অংশ নয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক