দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে পুলিশের জন্য ‘এক দেশ, এক ইউনিফর্মে’র ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, ‘দেশজুড়ে পুলিশের জন্য এক ইউনিফর্মের ধারণাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। এটি একটি ধারণা মাত্র। আমি এটি আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। এটি ৫ কিংবা ৫০ অথবা ১০০ বছরেও ঘটতে পারে। তবে, এটা নিয়ে ভেবে দেখতে পারেন।’
অপরাধ দমন এবং অপরাধীদের মোকাবিলায় রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি এখন আরও কোনও একটি রাজ্যে সীমাবদ্ধ নয়। অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিকে পরিণত হচ্ছে। প্রযুক্তির সাথে, অপরাধীরা এখন সীমানা ছাড়িয়ে অপরাধ করার ক্ষমতা রাখে। এই হিসাবে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রের সংস্থাগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মোদী আরও বলেন, ‘সুরজকুন্ডের এই চিন্তন শিবিরটি সমবায় ফেডারেলিজমের একটি চমৎকার উদাহরণ। রাজ্যগুলো একে অপরের কাছ থেকে শিখতে পারে, একে অপরের থেকে অনুপ্রেরণা নিতে পারে এবং দেশের উন্নতির জন্য একসাথে কাজ করতে পারে। উৎসবের আবহে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দেশের ঐক্যকে শক্তিশালী করেছেন সবাই। এটাই আপনাদের প্রস্তুতির প্রতিফলন। আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব কিন্তু এগুলো জাতির ঐক্য ও অখণ্ডতার সাথেও যুক্ত।’
অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে মোদী বলেন, ‘আমরা ৫জি যুগে প্রবেশ করেছি। এই সময়ে অপরাধীদের শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তির আরও উন্নতি ঘটাতে হবে। পাশাপাশি স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি, ড্রোন এবং সিসিটিভি প্রযুক্তিরও বহুগুণ উন্নতি হবে বলে আমার আশা। অপরাধীদের থেকে দশ ধাপ এগিয়ে থাকতে হবে আমাদের।’ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক