ভূটানের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার, নয়াদিল্লিতে সফররত ভুটানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বাটু শেরিং এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের মধ্যে বৈঠকে এ বিষয়ে বিশদ আলোচনা হয়। পরবর্তীতে এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করে ভারতের প্রতিরক্ষা দপ্তর।
জানা গিয়েছে, বৈঠককালে উভয় সেনাবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা দৃষ্টিকোণ নিয়ে মতবিনিময় করেছেন উভয় সেনাপ্রধান।
এদিকে, মনোজ পান্ডে ছাড়াও ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনীর ভাইস চিফ, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন সফররত ভুটানি জেনারেল।
পৃথক এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানায়, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রয়্যাল ভুটান সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উন্নত ও শক্তিশালী দেশটির সেনাপ্রধানের এই ভারত সফর।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ০২ নভেম্বর অবধি প্রায় পাঁচদিনের ভারত সফর করেন জেনারেল শেরিং। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক