“সারা বিশ্ব যখন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন ভারতকে একটি উজ্জ্বল স্থান হিসেবে দেখছে গোটা পৃথিবী। আমাদের অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে শক্তিশালী করার জন্য আমাদের উদ্যোগের কারণেই এটা সম্ভব হচ্ছে।” বুধবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইনভেস্ট কর্ণাটক সামিট ২০২২ -এ আগত দেশ-বিদেশের অতিথিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভারতে বিনিয়োগে বাড়ানোর জন্য আমরা দেশের আইনকে কঠিন করার বদলে অনেক সরল করেছি। তার ফলেই বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে আমাদের দেশে মূলধন বিনিয়োগের বিষয়ে উৎসাহ বেড়েছে। লাল ফিতের ঘেরাটোপ থেকে মুক্তি দিয়ে সুযোগ ও সুবিধার লাল কার্পেট বিছিয়ে দিয়েছি আমাদের দেশে বিনিযোগকারীদের সামনে। তারই ফল ফলছে।”
মোদী বলেন, “প্রতিরক্ষা, ড্রোন, মহাকাশ -সহ বিভিন্ন ক্ষেত্রে আগে যেখানে বেসরকারি বিনিয়োগ করা যেতো না সেখানে আমরা বাধা নিষেধ সরিয়ে দিয়ে তাঁদের উৎসাহ দিয়েছি। আসলে নতুন ভারত এখন সংস্কারের বিষয়ে খুবই উদার। এই বিষয়ে নিজেদের দৃষ্টি রাখার পাশাপাশি বড় পরিকাঠামো ও শ্রেষ্ঠ প্রতিভার দিকে ফোকাস করেছি আমরা। ঐতিহ্যের সঙ্গে খুব সুন্দরভাবে মেলবন্ধন ঘটানো হয়েছে প্রযুক্তির।”
তাঁর কথায়, “বর্তমানে ভারতে বিনিয়োগের অর্থ হল এই পৃথিবীকে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ গ্রহ হিসেবে গড়ে তোলা। ভারতের যুব সম্প্রদায়ও এই কাজে নিজেদের নিয়োজিত করেছে। তারই ফলশ্রুতিতে গত ৮ বছরে তারা এদেশেই ১০০টির ইউনিকর্ন গড়ে তুলেছে। তৈরি করেছে ৮০ হাজারেরও বেশি নতুন স্টার্টআপ।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক