আগামীকাল ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ উদযাপন উপলক্ষ্যে ভারতের কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার, তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
জানা গিয়েছে, অনুষ্ঠানে সিভিসি -এর নতুন অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম ওয়েবপেজ উন্মোচন করবেন মোদী। প্ল্যাটফর্মটি নাগরিকদের স্বীয় উদ্বেগের অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট করার মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
এছাড়া, এবারের ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহের উপরে উল্লিখিত বিষয়ে সিভিসির দেশব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ ছাত্রকে পুরষ্কারও প্রদান করবেন মোদী।
উল্লেখ্য, ভারতে চলতি বছরের ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ -এর থিম “একটি উন্নত জাতি গঠনের জন্য দুর্নীতি মুক্ত ভারত।” সপ্তাহটি প্রতি বছর জনসাধারণের নৈতিকতা এবং ভাল অভ্যাস তৈরীর জন্য পালন করা হয়। এবছরের সপ্তাহ শুরু হয়েছে ৩১ অক্টোবর এবং চলবে আগামী ০৬ নভেম্বর অবধি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক